আলমডাঙ্গায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে তাঁরাদেবী ফাউন্ডেশন
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২২, ২০২০
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় তাঁরাদেবী ফাউন্ডেশন মাস্ক বিতরণ করেছে। ২২ আগস্ট বিকেলে আলমডাঙ্গা শহরের পুরাতন বাস স্ট্যান্ড মোড় ও আলিফ উদ্দীন মোড়ে কয়েক শ নিম্ন আয়ের মানুষকে মাস্ক প্রদান করা হয়।
তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ ও তাঁরাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গার আহ্বায়ক ও আলমডাঙ্গা বণিক সমিতির সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম নিজ হাতে জরুরী প্রয়োজনে আলমডাঙ্গা শহরের আসা সাধারন মানুষ ও পাখি ভ্যান ও ইজি বাইক চালকদের মুখে মাস্ক পড়িয়ে দেন।
এছাড়াও উপস্থিথ ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী বিজেস কুমার রামেকা, তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা ইউনিটের সহসভাপতি রহমান মুকুল, সদস্য নেছার আহমেদ প্রিন্স, তাফসির আহমেদ মল্লিক লাল, নাদের মিয়া প্রমুখ।