আলমডাঙ্গায় প্রিজাইডিং অফিসারের ভাই আটক
আলমডাঙ্গায় অন্যের নামে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে এসে আটক হলেন প্রিজাইডিং অফিসারের ভাই। প্রিজাইডিং অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন অগ্রণী ব্যাংক হারদী আলমডাঙ্গা শাখার সিনিয়র অফিসার প্রদীপ কুমার। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের দায়িত্বে থাকা পোলিং অফিসার হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসানের ডিউটি পড়ে দুই জায়গায় ।
তিনি আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি। সেই সুযোগে প্রিজাইডিং অফিসার তার ছোট ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। তাকে পোলিং অফিসারের দায়িত্ব দেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাসহ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা আলমডঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস ভোট কেন্দ্র পরিদর্শনে যান। প্রিজাইডিং অফিসারের ভাই শ্রী কইলাশ কুমারকে দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসা করলে আসল ঘটনা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে আটক করা হয় প্রিজাইডিং অফিসারের ভাই পোলিং অফিসারের দায়িত্বে থাকা কইলাশ কুমারকে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় । পরে ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার অগ্রণী ব্যাংক হারদী শাখার ক্যাশ অফিসার শাহাবুল হককে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। পরে শ্রী কইলাশ কুমারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।