আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, বিদেশী নকল সিগারেট বিক্রয় ও অনুমোদন বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। শনিবার (১১ মে) চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।
অভিযান সুত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র আলিফ উদ্দিন রোড মোড়ে আল তায়েবা ও জামিল ষ্টোর নামে সকলের পরিচিত দুটি প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। দুটি প্রতিষ্ঠানই অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানী কারকের ঠিকানা বিহীন বিদেশি পন্য বিক্রয় করে আসছে বলে অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে শহরে অভিযান পরিচালনা করেন। গতকাল দুপুরে তিনি শহরের আলিফ উদ্দিন মোড়ে আল তায়েবা নামক প্রতিষ্ঠানের মালিক হায়দার আলীকে ৫ হাজার টাকা সতর্কতামুলক জরিমানা করেন।
এরপর পাশের প্রতিষ্ঠান জামিল স্টোরে অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানীকারকের ঠিকানা বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে মালিক সালাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।