আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের নির্বাচন সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কে এম মুঞ্জিলুর রহমানের পক্ষে নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ মে গোবিন্দপুর ৬ নং ওয়ার্ডের মসজিদপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কে এম মুঞ্জিলুর রহমান। তিনি বলেন, তার প্রতিক মোটরসাইকেল। আপনারা ২১ মে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার আপনারা প্রয়োগ করে আলমডাঙ্গা উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলতে সহায়তা করুন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল আল হোসাইন বাদশা, উপজেলা যুবলীগের সদস্য পাপন রহমান, মনিরুজ্জামান হিটু, পৌর যুবলীগের সদস্য সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল। উপজেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় যুবলীগ নেতা আসিফ ইকবাল অটাল, ইনামুল হক, শিপন, লিমন , নাজমুল, মাসুদ, সুজন, উজ্জ্বল, জিসান, শিশির, নাইম, মিলন, আলামিন প্রমুখ।