৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে জরিমানা দিলেন বর মাসুদ রানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১১, ২০২৪
113
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা আক্কেল সেলামী দিলেন বর মাসুদ রানা। শুক্রবার (১০ মে) রাতে মাসুদ রানা আলমডাঙ্গা শহরের জুতাপট্টির অপ্রাপ্ত কলেজছাত্রীকে বিয়ে করতে গেলে ভ্রাম্যমান আদালত তাকে আর্থিক জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।


বর-আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার মরহুম নাসির বিশ্বাসের ছেলে মাসুদ রানা (৩০) । মাসুদ রানা ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে চাকুরীর জন্য চেষ্টা করছে।


কন্যা- আলমডাঙ্গা জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের মেয়ে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। বয়স ১৭ বছর ৩ মাস ১৭ দিন।


জানা গেছে, আলমডাঙ্গা শহরের এক্সচেঞ্জপাড়ার নাসির উদ্দীনের ছেলে মাসুদ রানার সাথে জুতাপট্টির প্রবাসী আরিফ আহমেদ আজাদের কলেজ পড়ুয়া ১৮ বছরের কম বয়সী কন্যার বিয়ে ঠিক হয়। গত শুক্রবার রাতে বরযাত্রিসহ বর গিয়ে পৌঁছেন। আলমডাঙ্গার হাইরোডের জিস টাওয়ারের কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া শেষে শুরু হয় বিয়ের তোড়জোড়।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর মাসুদ রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবে না, এমন শর্ত সংবলিত কাগজে স্বাক্ষর করে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। একই সময় কনের মা চাঁদনী আক্তারও তাদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়াবধি বিয়ে দেবেন না। এমন শর্তযুক্ত কাগজে মুচলেকা দেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram