আলমডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের ঘোড়া প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শনিবার বিভিন্ন ইউনিয়নে ঘোড়া প্রতিকের নির্বাচনী গণসংযোগ শেষে আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভমোড়ের অফিসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। স্মার্ট আলমডাঙ্গা উপজেলা গড়তে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, খাদিমপুর ইউন্নি আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রেজাউল হক তবা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী, খাদিমপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর সাইফুল মুন্সি।
পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান রুবেল, সাঈদ মেম্বার, শাহিন, সনি, ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান, সাকিব, রাব্বিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগনেতাকর্মি উপস্থিত ছিলেন।