১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে পানি উন্নয়ন বোর্ডে বৃক্ষ রোপন ও অফিস নির্ধারনের জায়গা নির্বাচন

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২২, ২০২০
268
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৬৪ জেলার অন্তর্গত ছোট নদী খাল ও জলাশয়, পূর্ণ খনন প্রকল্প(১মপর্ব ) এর আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার পূর্ণ খননকৃত স্বরস্বতী খালের পাশে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কেদারগঞ্জ বাজারের পাশে মানিকনগর স্বরস্বতী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়ডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জাহেদৃল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা মাহফুজ আহমেদ, উপসচিব (পশ্চিম রিজিয়ন)আতিকুর রহমান, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুবীর কুমার ভট্টাচার্য,কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সেচ সম্প্রসারণ কর্মকর্তা আয়ুব আলী, উপ-সেচ সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মতিন, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসাইন, মেহেরপুর জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, শহর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইবনে মামুনসহ পানি উন্নঢন বোর্ডের কর্মকর্তারা। এসময় মেহেরপুর শহরের পন্ডের ঘাটে জায়গা নির্ধারন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram