মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক
মেহেরপুর প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের স্মৃতি স্বরন করে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।
সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, চুয়ডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী সুবীর কুমার ভট্টাচার্য, গনসংযোগ পরিদপ্তরের (পানি) ফটোগ্রাফার মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসাইন, মেহেরপুর জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, শহর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইবনে মামুনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।