২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের কন্যাকে নিয়ে খারাপ মন্তব্য, মন্তব্যকারীরা নজদারিতে

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২২, ২০২০
153
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে দাঁড়িয়ে আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবির নিচে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কিছু মানুষ। আর এমন কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়েছে পুলিশের। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিষয়টি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

তিনি বলেন, যেহেতু কুরুচিপূর্ণ মন্তব্যগুলো ফেসবুকের আইডি দিয়ে করা, তাই আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইডিগুলো ফেক হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। সবদিকই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা পদক্ষেপ নিচ্ছি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram