২১ আগস্টে ছাত্রলীগের আলোচনা সভায় করোনা আক্রান্ত সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন করোনা ভাইরাস আক্রান্ত হয়েও অংশগ্রহন করলেন ছাত্রলীগের কর্মসূচীতে। শুক্রবার রাতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ছাত্রলীগের উদ্যোগে শোক শোভাযাত্রার শেষে আলোচনা
সভায় অংশগ্রহন করেন সংসদ সদস্য।শোভাযাত্রা গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্যর বাসভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবের
সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও গাংরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ ছাত্রলীগের নেতা কর্মীরা।সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ার কারনে ২১ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কোন কর্মসূচী হাতে নেননি। তবে পজেটিভ রির্পোট
পাওয়ার ৯ম দিনে এই কর্মসূচিতে অংশগ্রহন করায় চলছে আলোচনা-সমালোচনা। এসময় রুম আইসোলেশনে থাকার কথা। কিন্তু ১৪ দিন পার না হতেই জনসমাগমে আসায় অনেকেই মন্তব্য করেছেন একজন সংসদ সদস্য
এমন কাজ করলে কে শুনবে কার কথা?।
সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বলেন, সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান খোকনসহ পরিবারে করোনা সংক্রমিত হয়েছেন। তার বাসা লকডাউন করা হয়েছে 14 জনের জন্য সংসদ সদস্য দায়িত্বশীল হয়ে লকডাউন না মানলে কি করার আছে জানালেন সিভিল সার্জন।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার শাহনেওয়াজ বলেন, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের বাসা লকডাউন করার মাত্র 9 দিন হয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশ মানা উচিত। এই অবস্থায় কর্মসূচীতে যাওয়াটা আসলে ভালো দেখায় না, তবে আশা করি
পরবর্তীতে তিনি আরো বিচক্ষনতার পরিচয় দিবেন।
করোনা আক্রান্ত অবস্থায় সংসদ সদস্য এমন কর্মসূচীতে কিভাবে অংশগ্রহন করলেন জানতে সেল ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উল্লেখ্য, ৭৪ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান। তাঁর স্ত্রী লাইলা আরজুমান, ছেলে
সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি করোনা পজিটিভ। পরিবারের
সদস্য ছাড়াও ব্যক্তিগত গাড়িচালকসহ ৭ করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন।