করোনা আক্রান্ত জেলা পরিষদ সদস্য ঠান্ডুর আরোগ্য কামনায় দোয়া মাহফিল

হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডুর আরোগ্যের জন্য হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় যৌথভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। ২১শে আগস্ট শুক্রবার সকাল ১০ টায় হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসাবুল হক ঠান্ডু করোনা আক্রান্ত হয়ে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রæত আরোগ্য কামনায় হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় যৌথভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা নাসরিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক শহিদুল ইসলাম, এনামুল হক, মফিজুর রহমান,
প্রভাষক আব্দুর রহিম, মতিউল হুদা, তোফাজ্জেল হোসেন, আব্দুল মান্নান, হুমায়ুন কবির, মোজাম্মেল হক, উম্মে সুরাইয়া খাতুন, এস,এম,শফিকুল ইসলাম, রিছিনা পারভীন, এস,এম,জাহাঙ্গীর আলম,আবুল কালাম আজাদ, কামাল হোসেন, সুলতানা রাজিয়া, ময়না খাতুন, বিউটি আক্তার, শ্রী বসুদেব,টুটুল আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক শামসুল হক, মনিরুজ্জামান, আজমতুল হুদা, আফরোজা খাতুন, হামিদুল ইসলাম, এ,এইচ,এস কামরুজ্জামান, খালেদা বানু, আব্দুল আলিম, আব্দুর রহিম, সেলিম হোসেন, মীর মিঠুন রেজা, সুহান মাহমুদ, ফজলুল হক,
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকী, সহকারী শিক্ষক আঃরহমান,কোরবান আলী, আলমগীর হোসেন, ওজিফা খাতুন, জাহানারা খাতুন, শহিদুল ইসলাম, শামীমা আক্তার, গুলশান আরা,মোহাম্মদ আলী, শাহীন রেজা, নজরুল ইসলাম, নার্গিস খাতুন, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্যদের সদস্য মামুন রেজা, মাহাবুব আলম,আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, এখলাছুর রহমান, মুনসুর আলী, আলেয়া বেগম,ও অতিথি বৃন্দ আজাদ আলী বিশ্বাস,সাহাবুল হক সন্টু বিশ্বাস, কালু মন্ডল প্রমুখ।