আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্দ্যোগে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল
আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্দ্যোগে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে স্বাধীনতা স্তম্ভ মোড়ে যুবলীগের অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল হক ডিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক তাফসির আহমেদ লাল মল্লিক, রাজু আহমে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমেদ প্রিন্স, সিদ্দিকুর রহমান মাস্টার, সবুজ আহমেদ।
উপজেলা যুবলীগের সদস্য শেখ মনিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিথ ছিলেন যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান হিটু, সালাহ উদ্দিন, সনি, মাহবুব, পাপন, পৌর যুবলীগের সদস্য সাব্বির, রিভেন, রকি, সুমন, হাসিব, কামাল, মামুন, সোহান, রনি, রাসেল, সাগর, রিপন, সাইফুল, রুদ্র, সোহাগ প্রমুখ।