আলমডাঙ্গা উপজেলা মহাশ্নাশানের গেট নির্মাণ কাজ ও বৃক্ষরোপন উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে আলমডাঙ্গা উপজেলা মহাশ্নাশানের গেট নির্মাণ কাজ ও বৃক্ষরোপন উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য সাবেক পৌর আওয়ামীলীগের সভ্পাতি আবু মুসা। ২১ আগস্ট শুক্রবার বিকালে এ কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহা শ্নাশান কমিটির সহসভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথ দত্তর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আচার্য্য, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, শবদাহ কমিটির সভাপতি মুক্তি অধিকারী, সম্পাদক মদন সাহা,
পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক মেহেদি হাসান লাবলু,হিরোক, লুল, রঞ্জু, ফরিদ উদ্দিন, সেন্টু, শামিম রেজা, বাবু, মশিউর, স্টেশনপাড়ার মন্দিরের সভাপতি শুভেন্দ্র সিংহ রায়, অসিম সাহা, অজিত ভারতী, তন্ময় দে, প্রশান্ত সিহি, বিজেস রামেকা, মিলন দাস, পবন অধিকারী, তাপস বিশ্বাস, গনেশ অধিকারী, বিষ্ণু অধিকারী, গোপাল বিশ্বাস, উত্তম দাস, উজ্জ্বল দাস প্রমুখ।