৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৩, ২০২৩
99
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে থানাপাড়া কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মি মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের উৎসাহিত করে কেন্দ্রে উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকে উৎসবমুখর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সেজন্য সকল নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। ভোটারদের নিকট সকলকে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। নির্বাচনের মাঠে অনেক প্রার্থী আছেন। আমরা যারই কাজ করিনা কেন সকলে একসাথে কাজ করবো।


মতবিনিময় সভায় যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম খান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোমেনা বেগম, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান রুবেল, উপজেলা যুবলীগ নেতা সনি রাজ, হারদী ইউনিয়নের ইউপি সদস্য শেখ শাহানুর টিপু, কুমারী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইমদাদুল, জিনারুল ইসলাম, নজরুল ইসলাম সাইজি, তকবুল মেম্বার, খন্দকার শাহিন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক খন্দকার আশা, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ নিপ্পন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার তপু, এসকে শাকিল, সাকিব, সাব্বির।


উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য শাহিন রেজা শাহিনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোখলেছুর রহমান বাটুল, টাইগার, রতন, মারফুল, আব্দুল হালিম, কাজী সুমন, একরামুল, হারদী ইউনিয়ন যুবলীগ নেতা শেখ রবেল, ডা. ইমরান, ইলিয়াস, রাজ, সানি, লিজন, কৃষকলীগের সাধারন সম্পাদক বকুল, ডাউকি ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজ, ডলার, জীবন, বিল্লাল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাফিজুল, সাইফুল, হাসিবুল মেম্বার, হাবিল, রেজাউল, আহার আলী, কাসেম আলী, জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মারফুল হক লাল, বাড়াদি ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম, ছাত্রলীগ নেতা সজিব, শাকিল আহমেদ, লিখন, চন্দন, নাজি, রাজিবুল, নাজমুল, ফারদিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram