দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের সাথে ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের সাথে ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে গোবিন্দপুর ৬ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের নেতা রাকিব আহমেদ রকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা আসিফ ইকবাল অটল, সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, যুবলীগ নেতা অভি।
যুবলীগ নেতা সৈকতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ এনামুল, চঞ্চল, হাসান, জীবন, শাহিন, উজ্জ্বল, মাসুদ, বিল্লাল, মেহেদি, ছাত্রলীগ নেতা শাওন, তপু, সাগর, সোহানসহ ৬ নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মি প্রমুখ।
এসময় বক্তরা দ্বাদশ সংসদ নির্বাচন আর বেশি দেরি নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করতে হবে।