আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪“র আওতায় মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অর্ফিসের আয়োজনে পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের বিটিম মাঠে ৮ দলের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে। প্রতিযোগীতায় ম্যান অবদা ম্যাচ পুরস্কার পেয়েছে কুমারী কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাসুম আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই যুব সমাজকে মাঠমুখি করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। আলমডাঙ্গায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আলমডাঙ্গার নাম উজ্জ্বল করবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মেদ ডন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুল ফিকার টুটুল, কুমারী কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ও খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুশফিকুর রহমান, ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, ক্রীড়া শিক্ষক আবুল হাসান, ক্রীড়া শিক্ষক আবু সামা, ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক ফারুক হোসেন, সোহাগ আলী প্রমুখ।