দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার দিকে আওয়ামীলীগের দলীয় অফিসে উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় তিনি বলেন, ভোটের মাঠে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলেই বিজয়ী হওয়া যাবে। নিজের বাড়ি থেকে ভোট শুরু করতে হবে। মা-বোনদের সাথে নিয়ে নৌকা প্রতিকে ভোট চাইবেন। আপনারা গ্রামের সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট চাইবেন। বর্তমান সরকারের উন্নয়নের কথা সকলের মাঝে তুলে ধরতে হবে। সকলক নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবু ডালিম, বিশ^জিৎ সাধুখাঁ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটস, আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, হাসানুজ্জামান সরোয়ার, আলহাজ¦ শেখ আশাদুল মিকা, তরিকুল ইসলাম, সোহানুর রহমান সোহান, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, এমদাদুল হক মুন্সি।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খন্দকার আব্দুল বাতেন, মোজাম্মেল হক, মকবুল, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল গণি, আব্দুল হান্নান মাস্টার, সাজিবার রহমান, বাবলু চৌধুরী, তোফাজ্জেল হোসেন, বাদল, আইনাল হক, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান বাবলু, জালাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, শুভ, উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিবৃন্দ।