আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী শুভ পাল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী শুভ পালকে গ্রেফতার করেছে। ১ ডিসেম্বর শুক্রবার আলমডাঙ্গা রেল ষ্টেশনের ফোকটের উপারে গোবিন্দপুর মাঠপাড়া এলাকা থেকে ৭১ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলা কালিদাসপুর গ্রামের পালপাড়ার শ্রী বাসুদেব পালের ছেলে শ্রী শুভ পাল(২১) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। সে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রয় করত।
শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেল ষ্টেশনের ফোকট পার হয়ে গোবিন্দপুর মাঠপাড়ায় যাওয়া রাস্তা উপর থেকে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৭১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।