দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্রপ্রার্থী কামান্ডার এম শহিদুর রহমান মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে স্বতন্ত্রপ্রার্থী আলমডাঙ্গার সন্তান নৌবাহিনীর (অবঃ) কমান্ডার এম শহিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব-স্ত্রীক মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন ।
মনোনয়নপত্র জমাদানকালে কমান্ডার এম শহিদুর রহমানের সাথে ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিপ পেটি অফিসার আবু আব্দুল্লাহ, বকুল হোসেন,বাচ্চু রহমান সাবেক ম্যানেজার আব্দুল জব্বার, শিতণ আহম্মেদ।
এরপূূর্বে তিনি শতাধিক নারী-পুরুষ কর্মি সমর্থক ভ্যান গাড়ি শোডাউন নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, রাসেদুল ইসলাম, রেজাউল ইসলাম, মহিলা নেত্রী রোজিনা আক্তার, রবিউল ইসলাম, মজিরুন্নেছা, সোনিয়া আক্তার, লিজা খাতুন, তারিকুজ্জামান, আকরাম হোসেন, ওমর ফারুক, গোমন আলী ওরফে নায়ক, আনছার আলী, নায়ক, আজগর আলী প্রমুখ।