আলমডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ১১ জনে ৭ জন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫/৮২ খুলনার আলমডাঙ্গা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটার সংখ্যা ৫০৩ জন সদস্য। ১১টি পদে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারনসহ ৭টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার দুপুরে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী মোঃ রিপন মন্ডল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
আলমডাঙ্গা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাহাবুল, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসিম, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ উজ্জ্বল শেখ বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছে।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা কালে উপস্থিত ছিলেন আন্তঃজেলা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমানসহ সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।
আগামী ৩০ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টি পর্যন্ত বিরতিহীন ভাবে সহ-সম্পাদক ও কার্য্যকরি সদস্য পদের নিবার্চন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহ-সম্পাদক পদে ৩জন প্রার্থী ও কার্য্যকরি সদস্য পদে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় করছেন। নির্বাচনে সহকারি নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, অফিস সহকারি বশিরুল উদ্দিন বাদশা।