বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ
আলমডাঙ্গা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করেছেন। ২০ নভেম্বর সোমবার তিনি কলেজের সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করেন।
অধ্যক্ষ প্রফেসর ড. জে, এম, আব্দুর রকিব গত ১৬ নভেম্বর দুপুরে আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সরকারিকরণের পর তিনিই প্রথম অধ্যক্ষ হিসেবে আলমডাঙ্গা সরকারি কলেজে দায়িত্ব পালন করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোনয়েম, শেখ শফিউজ্জামান, গোলাম সরোয়ার, ইকবাল হোসেন, সাইদুর রহমান, মহিতুর রহমান, রেজাউল করিম, প্রভাষক ড. মহবুব আলম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, আব্দুস সেলিম, তাপস রশীদ, মাকসুদুর রহমান, আব্দুল ওয়াদুদ, আবু হাসান, হাবিবুর রহমান, রাশেদুল মোমিন, মাহফুজুর রহমান, মুনজুরুল ইসলাম, রাশেদুল কবীর, সাব্বির আহম্মেদ, মুহাঃ আব্দুল হাই, বাছের আলী, আদিলুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুজ্জামান, হাসানুজ্জামান, আনোয়ারুজ্জামান, আবু সাঈদ, মাসুম বিল্লাহসহ সকল শিক্ষক কর্মচারী প্রমুখ।