আলমডাঙ্গার মরহুম ট্রাক ড্রাইভারের পরিবারকে এককালিন নগদ টাকা দিলে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন
চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত সদস্য আলমডাঙ্গা সোহেল রানার পিতার হাতে এককালিন নগদ অর্থ তুলে দেন প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের নেতাকর্মিরা। ১৮ নভেম্বর দুপুরে আন্ত:জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন(১৮৯৫)র নেতাকর্মিরা মরহুম ড্রাইভার সোহেল রানা বাড়িতে উপস্থিত হয়ে এ অর্থ প্রদান করেন।
জানাগেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা(৩৫) । গত ২ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা থেকে ট্রাক নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রন হারিয়ে উপজেলার রোয়াকুলি গ্রামের একটি বসত বাড়ির সাথে সজোড়ে ধাক্কা লাগে। এসময় ঘটনা স্থলেই সোহেল রানা মারা যায়। মরহুম ড্রাইভার সোহেল রানার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। গতকাল শনিবার মরহুম ট্রাক ড্রাইভার সোহেল রানার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুপুর পর আন্তঃজেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের যুগ্ম সম্পাদক মিজানুর আরফিন টিটন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি হাফিজুর রহমান বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সাহাবুল হক, জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য জনি, মিলন মরহুম সোহেল ড্রাইভারের বাড়িতে উপস্থিত হন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, এছাড়াও আন্ত:জেলা ট্যাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মিরা মরহুম সোহেল রানার পিতা মোহাম্মদ আলীর হাতে আন্তঃজেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন(১৮৯৫)র প্রধান কার্যালয়ে পক্ষ থেকে ২০ হাজার ও আলমডাঙ্গা শাখা কার্যালয়ের পক্ষ থেকে ৫ হাজার টাকা এককালিন নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও আলমডাঙ্গার দুটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা মরহুম সোহেল ড্রাইভারের পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা করেছে।