আলমডাঙ্গায় ২শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বাড়াদি গ্রামের ইদ্রিস আলী গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৭, ২০২৩
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বাড়াদি গ্রামের ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ডবিল রেল গেট হয়ে এনায়েতপুর যাওয়ার রাস্তা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার বাড়াদি গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ইদ্রিস আলী (৬৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও সেবন করে আসছে বলে অভিযোগ রয়েছে। সে বিভিন্ন জায়গা থেকে গাঁজা নিয়ে এসে এলাকায় বেচাকেনা করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বন্ডবিল গেট টু এনায়েতপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ২শ গ্রাম গাঁজা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।