৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শত্রুতার বলি হল সবজিক্ষেত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১২, ২০২৩
143
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা শহরের ফায়ার সার্ভিস ষ্টেশনের পেছনের সবজিক্ষেতের বেগুন, ঝিঙে ও লাউক্ষেত উপড়ে দিয়েছে ক্যানেলপাড়ার গাফফার ও দিলু গং।


জানা গেছে, আনন্দধাম এলাকার ফায়ার সার্ভিস ষ্টেশনের কাছে নজরুল মিয়ার রাইস মিল। মিলের চাতালে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে ক্যানেলপাড়ার গাফফার ও দিলুসহ বেশ কিছু ছেলে। খেলার সময় মিলের কিছু সরঞ্জাম ভেঙ্গে ফেলে।

বেশ কিছু খোয়া যায়। এক পর্যায়ে নজরুল মিয়া চাতালে খেলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফায়ার সার্ভিসের পেছনে অবস্থিত নজরুল মিয়ার তিন কাঠা জমির বেগুন, ঝিঙ ও লাউসহ সবজিক্ষেত তুলে ফেলেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram