আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৮৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কামালপুর কাঠের ব্রিজের নিকট সৃষ্টি ট্রেডার্সের সামনে থেকে তাদেরকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট রাধিকাগঞ্জ গ্রামের মৃত শাহজাহানের ছেলে মিনারুল ইসলাম (২৮) ও কোর্টপাড়ার শফি মোল্লা ছেলে রিয়াজ উদ্দিন মোল্লা(৪১), কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে সোহেল হোসেন (২৬) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন(২০) দীর্ঘদিন ধরে তারা মাদক দ্রব্য ট্যাপেন্টাডল বিক্রয় ও সেবন করে আসছিল।
বৃহস্পতিবার বিকালে তারা কামালপুর গ্রামের কাঠের ব্রিজের নিকট সৃষ্টি ট্রেডার্সের সামনে মাদক দ্রব্য কেনাবেচা করছিল। এসময় সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। কাদের নিকট থেকে উদ্ধার করে ৮৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।