১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৪, ২০২৩
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, আজকের সমবায় আগামী দিনের ভবিষ্যৎত। ডিজিটাল বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায় গণমানুষের অর্থনেতিক দিক উন্নয়ন করছে। সমবায় এগিয়ে নিতে হলে সবাইকে পাশে থাকতে হবে। সবাই একজট হয়ে সমবায় কে এগিয়ে নিয়ে যায়। সমবায় একটি গুরুত্বপূর্ণ দিক। সমবায় মানুষের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক মানুষের একটি অংশ সমবায় ব্যাংক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে সমবায়ের জন্য।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, ইউআরসির ইন্সটেক্টর জামাল হোসেন।

এছাড়াও উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক গোলাম রসূল, উপজেলা শিক্ষক কর্মচারী সমিতি (কালব)র সভাপকি বিপ্লব হোসেন মাস্টার, ঐশি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক এইচএম মোয়াজ্জেম, বিশ্বাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রানা আহমেদ লাবলু, এরশাদপুর তন্তবায় সমবায় সমিতির সভাপতি সিরাজল ইসলাম, ফরিদপুর তন্তবায় সমবায় সমিতির সভাপতি এসএম গোলাম সরোয়ার শামিম, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সরদার মাসুদ রানা, অফিস সহকারি হাসেম আলী, জিয়াউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram