আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি গ্রেফতার
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় থানা পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়েছে, পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে তাদের কেন্দ্র ঘোষিত আগামী ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘন্টা অবরোধ উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছে। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বলেশ্বরপুর স্কুলমাঠে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টাকালে ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মৃত আওলাদ আলী মন্ডলের ছেলে আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাস্টার(৫৮), কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার বজলুল হকের ছেলে কালিদাসপুর ইউপি সদস্য মহাবুল হক(৫৫), শ্রীরামপুর গ্রামের মৃত মতলেব আলীর ছেলে কালিদাসপুর ইউপি সদস্য নিকাব উদ্দিন আহম্মেদ(৪৭), কামালপুর চরপাড়ার মৃত হাজী মোজাম্মেল মন্ডলের ছেলে সাইদুর রহমান ওরফে শাকের (৫৫), জহরুল নগরের মৃত আবুল হোসেনের ছেলে ইমাদুল হক একদুল মেম্বর(৫৫), বুড়োপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে সাগর রহমান (৩৬), বলেশ্বরপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সাইফুর রহমান (৪৪), টাকপাড়া গ্রামের মৃত শাহাদৎ হোসেন মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), চরশ্রীরামপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে মঈন উদ্দিন (৫৮), কয়রাডাঙ্গা মাঝের পাড়ার মৃত আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন (৪৫), নারায়ণপুর গ্রামের মৃত আইজুদ্দিন শেখের ছেলে তাহাজ উদ্দিন (৫০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।
তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।