নিমগ্ন পাঠাগারে মাহমুদ দারবিশের কবিতা পাঠ
নিপীড়িত ফিলিস্তিনের প্রতিবাদী কণ্ঠস্বর চির নির্বাসিত আরব কবি মাহমুদ দারবিশ। ১৯৪১ সালে ফিলিস্তিনের আল-বোরো গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালে দখলদার ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হন। ২০০৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো ভূখণ্ডগত পরিচয় ছিল না। তিনি আমৃত্যু লিখে গেছেন মাতৃভূমির জন্য।
আজ ২০ অক্টোবর ২০২৩ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে তার কবিতা পাঠের আয়োজন করা হয়। কবির সংক্ষিপ্ত জীবনী ও তার সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরেন ইমদাদুল হক ও নাদিউজ্জামান খান রিজভী।
তার কবিতার ভাষা আরবি। তার মূল ভাষা আরবিতে তার রচিত কবিতা পাঠ করেন ইমদাদুল হক, বাংলা অনুবাদ পাঠ করেন কাজল আহমেদ, বেলায়েত হোসেন বিপু, আবু শুয়াইব শিমুল এবং ইংরেজি অনুবাদ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী ও আল মাসুদ আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।