আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর রাস্তার আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন
আলমডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড এরশাদপুরের একটি রাস্তার আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি গ্রামের মসজিদপাড়া থেকে বাগানপাড়া পর্যন্ত বিস্তৃত হবে।
১৫ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে রাস্তাটির উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গণু। এসময় তিনি বলেন, এরশাদপুর মসজিদপাড়ার নাসির উদ্দিনের বাড়ি থেকে বাগানপাড়া পর্যন্ত রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তার কারণে মসজিদপাড়া ও বাগানপাড়ার মানুষ কষ্টে চলাচল করেছেন। আরসিসি পাকাকরণ রাস্তাটির কাজ শেষ হলে এই এলাকার মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে।
রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সদর উদ্দিন ভোলা, আলাল উদ্দিন, আব্দুল গাফফার, রাবিয়া খাতুন, উপসহকারি প্রকৌশলী আসাদুজ্জামান, ঠিকাদার পিয়াস, জামাল উদ্দিন, কর্মচারী আব্দুর জব্বার লিপু, রুহুল আমীন, মোস্তাক আহমেদ, সুমন আহমেদ প্রমুখ।