৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ৩৯টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার দিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৫, ২০২৩
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার ৩৯টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার দিয়েছেন। প্রতিটি পূজা মন্ডপে খরচের জন্য নগদ টাকা এবং একটি করে ব্যানার পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেওয়া দেন। ১৪ অক্টোবর শনিবার এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নিজ হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আলমডাঙ্গা উপজেলায় এবছর শারদীয় দূর্গাপূজার ৩৯ টি স্থানে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা লাগাবেন। পূজা মন্ডপ গুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে । প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা নজর রাখবেন।


উপহার প্রদান অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সহ-সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহম্মেদ ডন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আচার্জ্য, সাবেক রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান পলাশ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেন, আওয়ামীলীগ নেতা মহসিন কামাল, রথতলা দূর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক অসীম কুমার সাহা, সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, যুবলীগ নেতা পাপন, সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, ফারুকসহ আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ৩৯টি দূর্গা মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন । পরে তিনি আলমডাঙ্গা বধ্যভ‚মির সেডে নেতাকর্মিদের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram