আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দামুড়হুদার গোপীনাথপুরের শরিফুল গ্রেফতার
আলমডাঙ্গায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দামুড়হুদার গোপীনাথপুরের শরিফুলকে গ্রেফতার করেছে। ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের ক্লাবপাড়া ব্রীজের এলাকা থেকে শরিফুল ইসলামকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
জানাগেছে, চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার গোপীনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম(৩৬) অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রয় করে। সে দামুড়হুদা থেকে ট্যাপেন্টাডল নিয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।
শুক্রবার সকালে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামস্থ ক্লাবপাড়া ব্রীজের উপর ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় আলমডাঙ্গা থানা পুলিশ। আলমডাঙ্গা থানার এসআই তারিফুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযানে চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।