আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রেজাউল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ট্যাপেন্টাডলসহ গোবিন্দপুর সোহাগমোড়ের মাদক ব্যবসায়ী রেজাউলকে গ্রেফতার করেছে। ১৩ অক্টোবর রাতে রেল ষ্টেশন এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগমোড়ের আজিবার রহমানের ছেলে রেজাউল (৪১) দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। সে প্রায়ই বিভিন্ন এলাকা থেকে মাদব ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ বিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।