নিমগ্ন পাঠাগারে ফিলিস্তিনিদের জন্য দুআ অনুষ্ঠিত
আজ শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ খ্রি. বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে মজলুম ফিলিস্তিনিদের জন্য দুআ অনুষ্ঠিত হয়। দুআ পরিচালনা করেন পশুহাট মসজিদের খতীব মাওলানা হুসাইন আহমাদ।
শুরুতে নাশিদ পরিবেশন করেন আবদুল হামিদ। তারপর ফিলিস্তিন-ইস্রায়েল সম্পর্ক ও ইতিহাস বিষয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন দারুস সুন্নাহ একাডেমির মুহতামিম মাওলানা ইমদাদুল হক এবং কাজল আহমেদ।
এ দুআ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমাদ, দারুল ইসলাম নুরানী মাদরাসার মুহতামিম ইলিয়াস আব্দুল্লাহ, আলমডাঙ্গা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, আল কুরআন বালক বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রশিদ, সোহেল রানা, নাদিউজ্জামান খান রিজভী, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু, হানিফুজ্জামান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহেদি হাসান স্মরণ, আফনাব আহমেদ নাহিয়ান, আশিকুর রহমান জিম, আবু শুয়াইব শিমুল, ইমন আলী ও হাবিবুর রহমান।