আলমডাঙ্গায় শারদীর দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় শারদীর দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহম্মেদ ডন, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম।
এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান তবারেক হোসেন, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার আল মামুন, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, ওজোপাডিকোর উপসহকারি প্রকৌশলী আবু তৈয়ব, চুয়াডাঙ্গা জেলা পুরোহিত কমিটির সভাপতি শ্রী দেবেন্দ্রনাথ বাবু লাল দোবে, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, সাধারন সম্পাদক জয় কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সাধারন সম্পাদক সম্পাদক পলাশ আচার্য্য, রথতলা দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক অসীম কুমার সাহাসহ আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার ৩৯টি দূর্গা মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সকল দূর্গা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদককে জানানো হয় যে, প্রতিটি শারদীর দূর্গাপূজা মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। পূজা মন্দিরে সিসি ক্যামেরার আওতায় রাখতে হবে।