আলমডাঙ্গায় রড চুরি করার সময় হাতে নাতে চোর আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৭, ২০২৩
160
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই রডসহ মাদ্রাসাপাড়ার সঞ্জয় কর্মকারকে আটক করেছে। ৬ অক্টোবর দুপুরে আলমডাঙ্গা থানাপাড়ায় আশাদুল ইসলামের নির্মানার্ধীন বাড়ি সামনে থেকে লোহার রড চুরি করার সময় হাতে নাতে আটক করা হয়।
জানাগেছে, পৌর এলাকার মাদ্রাসাপাড়ার গণেশ কর্মকারের ছেলে সঞ্জয় কর্মকার(২৯) এলাকায় চোর নামেই পরিচিত। সে শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় বাসা, বাড়িতে দোকানে সুযোগ বুঝে চুরি বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে চুরির অপরাধে পুলিশের হাতে ধরাও পড়েছে।
শুক্রবার দুপুরে আলমডাঙ্গা থানাপাড়ায় আশাদুল ইসলামের নির্মানাধীন বাড়ি থেকে মিস্ত্রীর কেটে রাখা রড চুরি করে পালানোর সময় তাকে আটক করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।