আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় “শিক্ষকদের হাত ধরেই শিক্ষার রূপান্তর শুরু” মানুষ গড়ার কারিগর আদের সন্মানিত মহান শিক্ষকবৃন্দকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। দিবসটি উপলক্ষে উপজেলা উৎযান কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় ঘুরে পাইলট বালিকা বিদ্যালয়ের শেষ হয়। র্যালি পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান বক্তা ছিলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোনয়েম, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা শাখার সভাপতি রেফাউল হক।
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গার সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক আশরাফুল আলম, উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ফজলুল হক শামী, তৈয়ব আলী, মশিউর রহমান, ফরিদুল ইসলাম, এনামুল হক, রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আমিনুল ইসলাম, রকিবুস সালেহীন, সাজ্জাদুল আলম, সহকারি শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সকারি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কাপ শিক্ষকদের হাতে ক্রেষ্ট তুলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।