৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২০, ২০২০
116
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে আমঝুপি গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাস্তুহারা লীগের সভাপতি আব্দুল মতিন বাবলু ।

এছাড়া ওর্য়াড়ের সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা, ছাত্রলীগ নেতা আরিফুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমঝুপি ইউপিকে বিভক্ত করে আমঝুপি ও শ্যামপুর ইউপিতে বিভক্ত করা হয়।

এতে আমঝুপি গ্রামকে ওয়ার্ড না করে এ গ্রামের কিছু অংশ নিয়ে অন্য গ্রামের সাথে যুক্ত করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষের সুবিধার কথ বিবেচনা করে এ গ্রামকে একটি ওয়ার্ড ঘোষণার দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram