আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমনিারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ সাঈদ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ৭০“র অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারি কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম বেলু, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন, ক্লিনিক মালিক সমিতির মামুন রেজা, বিসিআইসি সার ডিলার সমিতির হারুন অর রশিদ, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, কাঁচা আড়ৎ সমিতির সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী ও কর্মকর্তাবৃৃন্দ।
সেমিনারে বক্তারা চলমান বাজার পরিস্থিতির কথা তুলে ধরেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ব্যবস্থা করার জন্য আলোচনা করা হয়।