১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নৌকায় ভোট দিন : আলমডাঙ্গায় কর্মী সমাবেশে দিলীপ কুমার আগরওয়ালা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৩
327
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ ও ১ অক্টোবর জনসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালেল অপচেষ্টার রুখে দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।

এসময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমি এসেছি। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের আবাসন ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়াও প্রতিবছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভার্ট, ব্রিজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেবেন।’


কর্মী সমাবেশে জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ^াস, জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডা. আসিনুর রহমান, জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ^াস, বেলগাছী ইউনিয়নের নজরুল ইসলাম, মাহবুব, শাহিনুর রহমান শাহিন, চিৎলা ইউনিয়নের রবিউল ইসলাম মন্টু, আব্দুল হাই, ডাউকি ইউনিয়নের আবু মোনায়েম, এমদাদ হক, জেকের আলী, সাঈদ মেম্বার, রাজু, জেহালা ইউনিয়নের জনি মেম্বার, সাবেক মেম্বার হিরালাল, ইলা মেম্বার, খাসকররা ইউনিয়নের এএইচএম মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট(অব) রুহুল আমীন, বকুল, আবদার, কুমারী ইউনিয়নের সাইকা, কামাল, বাবু, কুতুবপুর ইউনিয়নের মহাসিন আলী, মোস্তাফিজুর রহমান, মাখালডাঙ্গা ইউনিয়নের আশাদুল হক আশা মেম্বার, মকবুল, মোমিনপুর ইউনিয়নের আব্দুস সালাম, রানা আহম্মেদ, নাগদাহ ইউনিয়নের মিশর আলী, মনিরুজ্জামান, পদ্মবিল ইউনিয়নের রজব আলী, ভাংবাড়িয়া ইউনিয়নের কামাল হোসেন, আনারুল ইসলাম, গাংনী ইউনিয়নের রোকনুজ্জামান মুন্সি টোকন, আইলহাস ইউনিয়নের শরিফুল ইসলাম চৌধুরী, কমল কুমার বিশ^াস, খাদিমপুর ইউনিয়নের ইমান আলী, সালাম, রাব্বি, মোহন আলী, রাকিবুল ইসলাম, খাইরুল, আব্দুর রশিদ, কালিদাসপুর ইউনিয়নের তালেব হাসান, রাসেল পারভেজ রাজু, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, শঙ্করচন্দ্র ইউনিয়নের আফিল উদ্দিন, আয়নাল হক,বারাদি ইউনিয়নের হাসিবুল মেম্বার, নুর হোসেন মেম্বার, আব্দুল মজিদ, হারদী ইউনিয়নের আব্দুল হালিম, আব্দুস সালাম, জামজামী ইউনিয়নের কোরবান আলী, সবুজ সাধুখাঁ, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram