আলমডাঙ্গায় মাদকসহ আটক ১
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়াদি গ্রামের নাঈম ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাগেছে, উপজেলার বাড়াদি গ্রামের সালাউদ্দিন ইসলামের ছেলে নাঈম ইসলাম(২৫) বাজারে বিক্রয় নিষিদ্ধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা করে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়াদী গ্রামের মীর আবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক ও এএসআই রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাইমকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।