আলমডাঙ্গায় ১ কেজি গাঁজাসহ কুষ্টিয়া জেলার সুতাইল গ্রামের মাদক ব্যবসায়ী সুজন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ কুষ্টিয়া জেলার সুতাইল গ্রামের মাদক ব্যবসায়ী সুজনকে আটক করেছে। ২০ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুজন আলীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জানাগেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুতাইল স্কুলপাড়ার আমজেদ আলীর ছেলে সুজন আলী(২৬) একাধিক মাদক মামলার আসামী। ইতোপূর্বেও পুলিশ তাকে মাদকসহ কয়েকবার গ্রেফতার করেছে। সুজন আলমডাঙ্গাসহ আশপাশ অঞ্চলে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রয় করে। সে নিজ এলাকা থেকে র্গাঁজা নিয়ে আলমডাঙ্গা শহরের পশুহাট এলাকায় বসে বিক্রিয় করে বলেও জানা গেছে।
বেশ কিছুদিন পূর্বে পুলিশ তাকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। আটকের পর তাকে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করে। জেল থেকে জামিনে বাড়িতে এসে আবারও সে পূর্বে ন্যায় মাদক ব্যবসা শুরু করেছে। বুধবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই মীর মেজবাহুর দারাইন ও এএসআই রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এবিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।