আলমডাঙ্গা স্টেশনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের কমিটি গঠন ও
আলমডাঙ্গা স্টেশনপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সকল সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক সভাপতি সুবেন্দ্র সিংহ রায়ের সভাপতি সর্বসম্মতিক্রমে জয় কুমার বিশ্বাসকে সভাপতি ও দেবদাস কুমার বেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট স্টেশনপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটি গঠন ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন উপদেষ্টা সুবেন্দ্র কুমার সিংহ রায়, বিধান কুমার বেদ,অচিন্ত কুমার বেদ, সঞ্জয় কুমার আচার্য্য, বিকাশ কুমার কৈরী, রাম কুমার কর্মকার,বিশ্বনাথ কুমার ব্যাধ। সহসভাপতি- রনি কুমার বিশ্বাস, সৌরভ কুমার ব্যাধ, ঘনশ্যাম কুমার ব্যাধ, সাগর কুমার ব্যাধ, আদি কুমার ব্যাধ, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত কুমার বেদ,চিরঞ্জিত কুমার বেদ,শংকর কুমার, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বেদ, সহসাংগঠনিক সম্পাদক ননী কুমার বেদ, কোষাধ্যক্ষ রাজীব কুমার বেদ, রাম কুমার বেদ, সহ-কোষাধ্যক্ষ সুদীপ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক বসু কুমার বেদ, সহসাংস্কৃতিক সম্পাদক প্রিয় কুমার বেদ,প্রচার সম্পাদক শুভ কুমার বেদ।
কার্যকরী সদস্যরা হলেন সানজিদ কুমার বেদ, শুভ্র কুমার কর্মকার, জনি কুমার বেদ, শাকিল কুমার বেদ, অমিয় কুমার বেদ, সজীব কুমার বেদ, তপু কুমার বেদ, সুজন কুমার কর্মকার, প্রকাশ কুমার কর্মকার, শ্রী বিশু, চন্ডি কুমার বেদ, নির্মল কুমার বেদ, প্রতাপ কুমার বেদ।