চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু : নতুন আক্রান্ত ১৭ জন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২০, ২০২০
139
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাম উদ্দীন (৭০)। তিনি পৌর এলাকার সাতগাড়ী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এছাড়া আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় হাফিজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আকরাম হোসেনের স্ত্রী।
এদিকে, গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১০৮ জনে। সুস্থ হয়েছেন ৫৮০ জন ও মারা গেছেন ২৫ জন।