আলমডাঙ্গায় আওয়ামীলীগের মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি আলমডাঙ্গা বধ্যভূমির সেডে এ মতবিনিময় সভা করেন।
এসময় তিনি বলেন, এদেশের মানুষ বঙ্গবন্ধুর আওয়ামীলীগকে ভালোবাসে এবং বিশ্বাস করে। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কারণেই আওয়ামীলীগ আজকের অবস্থানে এসে পৌঁছেছে। এ ধরনের নেতারা সংগঠনকে দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য কাজ করেন।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা অ্যাড. মকলেছুর রহমান, ডা. ডেভিট, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আহসান উল্লাহ, সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা শাহিন, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান পলাশ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, শাহিন, ফারুক, মিরাজুল ইসলাম রঞ্জু, ছাত্রলীগ নেতা সুরুজ, রাহুল, করিম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সাথে উপজেলার আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।