৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৩, ২০২৩
228
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি(গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩“র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী দিনে ফুটলবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সাঁতার, কাবাডি, ভলিবল, দাবাসহ বেশ কিছু খেলায় উপজেলার সকল মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

ফুটবল খেলা বালক ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয় লাভ করে। ফুটবল খেলা বালিকা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-০ গোলে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। বিকালে সকল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন- প্রতি খেলায় জয়-পরাজয় থাকবেই। সবাইকে এটা মেনে নিয়ে খেলার মাঠে নামতে হবে। এই মাঠের ভাল খেলোয়াড়রা এক সময় জাতীয় দলে জায়গা করে নিবে। বর্তমান সরকার এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলার মাধ্যমে মাদককে ধ্বংস করতে হবে। ছেলেরা নিয়মিত মাঠে খেলা খেলতে গেলে মাদকসহ নানা অপরাধ থেকে দুরে থাকবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।

আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মধ্যে মনিরুজ্জামান, নুরুল ইসলাম দিপু, ফজলুল হক শামীম, আব্দুল হান্নান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, ফরিদুল ইসলাম, মশিউর রহমান, মশিউর রহমান, ক্রীড়া শিক্ষকদের মধ্যে মুসফিকুর রহমান, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, মহসিন কামাল, আবু সামা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram