আলমডাঙ্গায় মাদকসহ ইবি থানার নৃসিংহপুর গ্রামের রাহুল আটক
আলমডাঙ্গা থানার জামজামি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ ৫০ গ্রাম গাঁজাসহ ইবি থানার নৃসিংহপুর গ্রামের রাহুলকে আটক করেছে। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে জামজামি পাচলিয়া সড়কের হোগলারদাড়ি ব্রীজের নিকট থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে রুহুল আমীন ওরফে রাহুল(৩৬) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে প্রায়ই আলমডাঙ্গা এলাকা থেকে গাঁজা নিয়ে গিয়ে নিজ এলাকায় বিক্রয় করত। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সে জামজামি টু পাচলিয়া সড়ক দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জামজামি ক্যাম্প পুলিশের এসআই শরিয়তুল্লাহ ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।