৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২৩
207
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বণিক সমিতির আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলমডাঙ্গার সবচে বড় ব্যবসায়িক সংগঠণের এ সম্মেলনস্থল মিলনমেলায় পরিণত হয়। আলমডাঙ্গা বণিক সমিতির তিন বছর মেয়াদী কমিটির মেয়াদান্তে সম্মেলনের মাধ্যমে এ ধরণের মিলনমেলার আয়োজনের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতা অনুসরণ করে আলমডাঙ্গা বণিক সমিতি এ সম্মেলনের আয়োজন করে। সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও বণিক সমিতির পতাকা উত্তোলন করেন। পরে অতিথিদের আসন গ্রহণ ও বরণ শেষে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ শেখ ফরিদ, বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শমসের আলী মল্লিক, সাবেক সভাপতি হাজী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল কাউনাইন টিলু, সাবেক সভাপতি হাজী মকবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক বিশ^াস ঘেটু, সাবেক সাধারন সম্পাদক সেকান্দার আলী কচি, সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম পকু, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, বণিক সমিতির সহসভাপতি আলহাজ একেএম এনামুল হক, বণিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান হীরা, মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম।

বণিক সমিতির আয় ব্যয়ের হিসাব সকলের সামনে উপস্থাপন করেন ক্যাশিয়ার আলা উদ্দিন।

হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক ও হাবিবুল করীম চঞ্চলের উপস্থাপনায় বক্তব্য রাখেন সদস্য আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, গার্মেন্টস মালিক সমিতির সাধারন সম্পাদক কামরুল হক রনি, বণিক সমিতির কার্যকরী সদস্য শফিউল আলম মিলন, সদস্য আইয়ুব আলী, মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক রাজু, মাজেদ ভ‚ইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বণিক সমিতির সহসাধারন সম্পাদক হাজী রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ধর্মসম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, ক্রীড়া সম্পাদক বাবলুর রহমান, কার্যকরী সদস্য আব্দুল ওহাব কাবলু, জয়নাল আবেদীন ক্যাপ, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, রেজাউল হক তোতা, সিরাজুল ইসলাম, মনির উদ্দিন, ফজলুর রহমান বিশ^াস, মীর মতিয়ার রহমান সকল সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram