১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর ভূমি অফিসের সামনে এক যুবককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৩০, ২০২৩
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

পূর্ব শত্রুতার জের ধরে আলমডাঙ্গা পৌর ভূমি অফিসের সামনে এক যুবককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মারার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গবার বিকালে এ ঘটনা ঘটে।


লিখিত অভিযোগসূত্রে জানা যায়, বেলগাছি গ্রামের মৃত নখাই মালিথার ছেলে গোলাম মালিথা, আসলাম মালিথা ও ওমর মালিথার সাথে জমিজমা নিয়ে একই গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে সামছুল আলমের বিরোধ চলে আসছিল। সম্প্রতি সালিশের মাধ্যমে ওই বিরোধের নিষ্পত্তির চেষ্টা চলছিল। সালিশের সিদ্ধান্ত মোতাবেক গতকাল বিকেলে সামছুল আলম জমির কিছু দলিল পুলিশের হাতে জমা দিতে আলমডাঙ্গা শহরে যান।

শহরের কাচারি বাজার এলাকায় পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে উপরোক্ত অভিযুক্তসহ ৫ জন ব্যক্তি তাকে মারধর করেন। মারপিটের এক পর্যায়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ীরা ছুটে গিয়ে তাকে ( সামছুল) উদ্ধার করে।


রাতে এ ঘটনায় বাদি হয়ে সামছুল আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram