এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাত
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার সদস্যরা। ২৮ আগস্ট সোমবার সন্ধ্যায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের চুয়াডাঙ্গার বাসভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার সদস্যরা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন- বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে যুদ্ধ করেছেন। শহীদ হয়েছেন। যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে নৌকা প্রতিকে ভোট দেন। আওয়ামীলীগ ও নৌকা মুক্তিযোদ্ধাদের প্রতিক। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের উচিত আপনাদের পিতা ও বঙ্গবন্ধুর প্রতি সন্মান জানিয়ে নৌকার পক্ষে সর্বশক্তি নিয়ে দাঁড়ানো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি তোমাদেরকে নিজেদের সন্তান ভাবি।
সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা শাখার আহবায়ক প্রিন্স নেছার আহমেদ, সদস্য সচিব জেহোন আলী সেন্টু। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান খলিল, মোল্লা সুলতানুল আলম রানা, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মারুফুল হক, মোল্লা ফেরদৌস রিজভী, গোলাম মোস্তফা মিন্টু, মমতাজুল ফেরদৌস সুমন, আরিফুজ্জামান শিপন প্রমুখ।