১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৮, ২০২৩
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট রবিবার বিকাল ৪ টায় আলমডাঙ্গা থানার আয়োজনে উপজেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, যারা আমাদের বিরুদ্ধের শক্তি তারা ভালো কিছু হোক তা চায় না। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যদি আপনাদের ভোট দেয়, আমরা পদত্যাগ করে আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যাব। অতীতে বঙ্গবন্ধু কন্যা এর প্রমাণ দিয়েছেন। আপনারা বিদেশি প্রভুদের ডেকে নিয়ে আসছেন, তাদের দিয়ে বক্তব্য দেওয়াচ্ছেন। এদেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র বিলুপ্ত হয়েছে। গণতন্ত্রের অস্তিত্ব নেই। এদেশে একনায়কতন্ত্রের শাসন চলছে। আমি বলি - কী কথা বলেন বিএনপির সাহেবরা? আপনারা কি ভুলে গেছেন কী করে ক্ষমতায় গিয়েছিলেন আপনারা? ১৫ আগস্টের পর নেপথ্যে জিয়া বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আপনারা সেই জিয়ার ফলোয়ার। যারা দেশের অস্তিত্বের শত্রু, জিয়া তাদের পুণর্বাসন করেছেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল- মামুন বলেন- বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলনের বীর সেনানী। বঙ্গবন্ধু '৬২-র গণ আন্দোলনের পথিকৃৎ। বঙ্গবন্ধু ৬ দফার কীর্তিক, বঙ্গবন্ধু '৬৯-র গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ। বঙ্গবন্ধু '৭০-র নির্বাচনে ঈর্ষণীয় বিজেতা। বঙ্গবন্ধু '৭১-র মুক্তিযুদ্ধের মহানায়ক। বঙ্গবন্ধু স্বাধীন সার্বোভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক। সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয়েছে। এপর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যা চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আলহাজ্ব আশাদুল হক মিকা, তরিকুল ইসলাম, হাসানুজ্জামান সরোয়ার, মুন্সি এমদাদুল হক, মোখলেছুর রহমান শিলন, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আমিরুল ইসলাম মন্টু, আবু তাহের।

স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক ও পুলিশর পরিদর্শক তদন্ত একরামুল হোসাইনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম লাল্টু, আব্দুর রাজ্জাক, সাজিবার রহমান, আব্দুর রাজ্জাক, বিল্লাল গণি, আইনাল হক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আহসান উল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, যুবলীগ নেতা পাপন, সৈকত খান, সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিবসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও নেতাকর্মি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram